কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন

 কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, সেই পদ্ধতি জানতে এই আর্টিকেলটি পড়ুন। আপনি যদি না জানেন যে, কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, তবে আজকের এই লেখাটি আপনার জন্য। এখানে বিস্তারিত তুলে ধরা হবে- কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন?

পেজ সূচি:

ভূমিকা:

বর্তমানে ইন্টারনেটের যুগে ইমেইল আইডি ছাড়া ইন্টারনেটের যেকোনো সাইটের এক্সেস পাওয়া কঠিন। অনলাইনে জব অ্যাপ্লাই, বিভিন্ন তথ্য প্রেরণ, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সহ আরো অনেক কাজে ইমেইল আইডি থাকা জরুরি। কিন্তু অনেকেই জানেন না যে, কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন? আজকের এই আর্টিকেলে ধাপে ধাপে সব পদ্ধতি বর্ণনা করা হবে। লেখাটি পড়ুন এবং জেনে নিন- কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন?

ইমেইল কি?

ইমেইল হলো ইলেকট্রিক মেইল। আগে মানুষ কাগজে চিঠি বা বার্তা লিখে প্রেরণ করতো। এখন তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল পদ্ধতিতে বার্তা প্রেরণ করা হয়। এই পদ্ধতিকে ইমেইল বলে। ইমেইলের মাধ্যমে শুধু বার্তা নয়, ছবি, ভিডিও, ডকুমেন্টসও প্রেরণ করা যায়।

ইমেইল ছাড়া ইন্টারনেটের কোনো কিছুর এক্সেস পাওয়া অসম্ভব। তাই কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, সেটা জানা খুব দরকার। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেরা ইমেইল আইডি তৈরি করতে পারেন না। অন্যদের দিয়ে তৈরি করান। এটা কিন্তু খুব একটা ভালো কথা না।

আপনার অবশ্যই নিজের ইমেইল আইডি নিজেকেই খুলতে জানতে হবে। তাই কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, সেই পদ্ধতিগুলো জানা গুরুত্বপূর্ণ।

ইমেইলের প্রকারভেদ:

কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, সেই সম্পর্কে জানার আগে ইমেইল সম্পর্কে আরো কিছু বেসিক তথ্য জানা দরকার। ইমেইল প্রধানত দুই প্রকার:

  • ফ্রি ইমেইল
  • পেইড ইমেইল

ইমেইল সেবা প্রদানকারী সাইটগুলো কি কি?

যদি আপনি শিখতে চান যে, কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, তবে ইমেইল সার্ভিস প্রদানকারী সাইটগুলো সম্পর্কে আপনার একটা ধারনা থাকা উচিৎ। অসংখ্য সাইট রয়েছে যেগুলো ইমেইল সেবা দিয়ে থাকে। সেগুলোর মধ্যে প্রধান ৩ টি সাইট হলো:

  • Gmail (Google Mail)
  • Yahoo Mail
  • Microsoft এর Outlook Mail

এদের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হলো- Gmail। প্রায় ২ বিলিয়ন ইউজার রয়েছে জিমেইলের। এই লেখাটিতে তিনটা সাইট ব্যবহার করে কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, সেই পদ্ধতিগুলো বর্ণনা করা হবে।

ইমেইল আইডি তৈরি করতে কি কি লাগে?

কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন - সেই পদ্ধতি অনুযায়ী এগোতে হলে আপনার ৪ টি জিনিস থাকতে হবে। অর্থাৎ ইমেইল আইডি তৈরি করতে যেই ৪ টি জিনিস আপনার থাকতে হবে:

  • একটি স্মার্টফোন/ কম্পিউটার / ল্যাপটপ।
  • ইন্টারনেট কানেকশন।
  • একটি নির্দিষ্ট সার্ভিস প্রোভাইডার।
  • একটি মোবাইল নাম্বার।

কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন?

এবার বিস্তারিত জেনে নিন- কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন? আগেই বলেছি, ৩ টি ইমেইল সার্ভিস প্রোভাইডার থেকে ইমেইল আইডি তৈরি করার নিয়ম তুলে ধরবো।

১. যেভাবে Gmail এর মাধ্যমে ইমেইল আইডি তৈরি করবেন:

Gmail বা Google Mail এর মাধ্যমে কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, সেটা তুলে ধরছি। Gmail ব্যবহার করে আপনি ইমেইল আইডি দুই ভাবে খুলতে পারবেন- মোবাইলের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে।

মোবাইলের মাধ্যমে ইমেইল আইডি তৈরি:

কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, সেই পদ্ধতিগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি। মোবাইলে আবার দুইভাবে ইমেইল আইডি খোলা যায়। একটি মোবাইল সেটিংসে গিয়ে। অন্যটি জিমেইল অ্যাপের মাধ্যমে। দুইটা পদ্ধতি প্রায় একই রকম। তাই প্রথমটি বর্ণনা করছি।

  • প্রথমে মোবাইলের সেটিংসে গিয়ে 'Accounts', এরপর ''+Add Account' অপশনে যান।
  • জিমেইল একাউন্ট খুলতে 'Google' সিলেক্ট করুন।
  • এরপর আপনার মোবাইলের পাসওয়ার্ড বা প্যাটার্ন দিলে মূল পেইজে নিয়ে যাওয়া হবে।
  • মূল পেইজে বড় অক্ষরে লেখা থাকবে- 'Sign in'। এটার নিচে 'Create account' অপশন সিলেক্ট করুন।
  • এবার 'First name' অপশনে আপনার নামের প্রথম অংশ এবং 'Surname' অপশনে আপনার নামের শেষ অংশ বা পদবি লিখুন।
  • 'Next' অপশনে যান।
  • এবার আপনার জন্ম তারিখ লিখুন। এরপর আপনি Male বা Female অথবা অন্য কোন জেন্ডার, সেটা সিলেক্ট করে Next অপশনে যান।
  • এবার আপনার পছন্দ অনুযায়ী একটি জিমেইল এড্রেস লিখুন।
  • আপনার লেখা এড্রেস যদি আগেই কেউ নিয়ে থাকে, তবে লাল অক্ষরে 'This username is taken' লেখাটি আসবে।
  • নিচের available অপশনে জিমেইল এড্রেস নেইম সাজেস্ট করবে। সেখান থেকেও সিলেক্ট করতে পারেন।
  • জিমেইলের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন।
  • এরপর Next অপশন সিলেক্ট করুন।
  • আপনার জিমেইল আইডির নিরাপত্তার জন্য একটি একটিভ মোবাইল নাম্বার লিখন।
  • সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন নাম্বার বা কোড সেন্ড করা হবে। পরবর্তী অপশনে গিয়ে কোডটি লিখে ভেরিফাই করে নিন।
  • এতক্ষণ যেই তথ্যগুলো ইনপুট করলেন, এইগুলি ব্যবহার করে আপনাকে পুনরায় জিমেইল আইডি লগইন করতে বলা হবে। লগইন করুন।
  • সবশেষে 'pricacy and terms' অপশনটি দেখতে পারবেন। নিচে গিয়ে 'I agree' সিলেক্ট করুন।

কম্পিউটারের মাধ্যমে ইমেইল আইডি তৈরি:

কম্পিউটারে কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, এই প্রশ্নের উত্তর আরো সহজভাবে বলতে গেলে, একদম মোবাইলের মতোই সব পদ্ধতি। আপনার কম্পিউটারের গুগল বা অপেরা কিংবা ফায়ারফক্স যেকোনো একটি ব্রাউজারে গিয়ে ' Gmail.com' লিখে সার্চ করুন।

এরপর 'Sign in' পেইজে গিয়ে Create account অপশনে সিলেক্ট করে ঠিক পূর্বের মতো সব ধাপ ফলো করে ইমেইল আইডি তৈরি করুন। কম্পিউটারের ব্যবহার করে কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, আশা করি বুঝতে পেরেছেন।

২. যেভাবে Yahoo এর মাধ্যমে ইমেইল আইডি তৈরি করবেন:

Gmail ব্যবহার করে কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, এতক্ষণ সেই পদ্ধতি তুলে ধরলাম। এবার জেনে নিন, Yahoo এর মাধ্যমে কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন -

  • প্রথমে যেকোনো ব্রাউজার থেকে 'Yahoo.com' লিখে সার্চ দিন।
  • Yahoo সাইটে গিয়ে 'create Yahoo account' এই লিঙ্কে যান।
  • আপনার সম্পূর্ণ নাম, একটি ইউনিক ইমেইল এড্রেস, শক্তিশালী পাসওয়ার্ড ও জন্মসাল লিখে 'continue' অপশনে যান।
  • এবার একাউন্টের নিরাপত্তার জন্য কান্ট্রি কোড সিলেক্ট করে একটি সচল মোবাইল নাম্বার দিন।
  • সেই মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। কোডটি পূরণ করে ভেরিফাই করুন।
  • সব প্রসেস হয়ে গেলে এবার আপনাকে welcome পেইজে নিয়ে আসা হবে। Done অপশন সিলেক্ট করলে ইয়াহুমেইলের ড্যাশবোর্ড শো করবে।
  • উপরে ডানদিকে একটা ইনবক্স শো করবে। সেখানে ক্লিক করে ইমেইল ব্যবহার করতে পারবেন।

৩. Outlook এর মাধ্যমে ইমেইল আইডি তৈরি:

এবার জেনে নিন outlook ব্যবহার করে কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন -

  • প্রথমে যেকোনো ব্রাইজার থেকে 'outlook.com' লিখে সার্চ করুন।
  • এরপর 'create one' অপশন সিলেক্ট করুন।
  • একটি ইউনিক ইমেইল এড্রেস লিখে Next ক্লিক করুন।
  • এবার একটি শক্তিশালী পাসওয়ার্ড, আপনার প্রথম অংশ এবং সারনেইম, দেশ, জন্ম তারিখ, মাস ও বছর- এই সবগুলো তথ্য পরপর লিখে দিন।
  • এবার ভেরিফিকেশনের জন্য আপনার সামনে একটি ইমেইজ ক্যাপচা আসবে। পরপর পাঁচবার সঠিকভাবে ক্যাপচা পূরণ করলে, ভেরিফিকেশন কমপ্লিট হবে।
  • আপনি চাইলে নিচের স্পিকার অপশনে ক্লিক করে ভয়েজ ক্যাপচার মাধ্যমে ভেরিফাই করতে পারেন।
  • এবার 'stay signed in' পেইজ আসবে। নিচে yes বাটনে ক্লিক করে প্রসেস সম্পূর্ণ করুন।
  • এরপর outlook এর হোমপেইজ আসবে। আপনার ইমেইল আইডি তৈরি হলো।

outlook ব্যবহার করে কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, আশা করি বুঝতে পেরেছেন।

পরিশেষে:

ইমেইল আইডি খোলা খুব প্রয়োজন। কারণ বর্তমানে ইন্টারনেটে বিভিন্ন প্রয়োজনীয় সাইটের এক্সেস পেতে হলে অবশ্যই ইমেইল আইডি দরকার। তাই অন্য কারোর সাহায্য ছাড়া নিজে নিজেই কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন, সেই নিয়মগুলো জানা দরকার। এই আর্টিকেলটি পুরোপুরি মনোযোগ দিয়ে পড়লে আপনি খুব সহজেই শিখে যাবেন যে, কিভাবে ইমেইল আইডি তৈরি করবেন - সেটা সম্পর্কে বিস্তারিত। (25957)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url